ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বগুড়ায় মেহেদী হাসান নামে এক ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে ছাত্রলীগ নেতাকে আটক করে নিয়ে যায়।
মেহেদী হাসান বগুড়া পৌর ছাত্রলীগের দুই নাম্বার ওয়ার্ডের সভাপতি ও একই এলাকার বাসিন্দা।
জানা যায়, মেহেদী হাসান আজ দুপুরে বড় বোন ও ভাগিনাকে নিয়ে কলেজ ক্যাম্পাসে আসেন৷ এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা মেহেদীকে আটক করে মারধর করতে থাকন৷ এ সময় আটক ছাত্রলীগ নেতার বোন বাধা দেয়ার চেষ্টা করেন৷
খবর পেয়ে পুলিশ কলেজ ক্যাম্পাসে এসে মেহেদীকে আটক করে। ওই সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মেহেদীকে আরেক দফায় মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘ছাত্রলীগ নেতাকে থানা হেফাজতে নেয়া হয়েছে। মামলা আছে কিনা এ বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
আমার বার্তা/এল/এমই