ঢামেকে গিয়ে নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন মির্জা ফখরুল
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢামেক হাসপাতালে নুরকে দেখতে যান তিনি।
নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে তার চিকিৎসার বিষয়ে সার্বিক ব্যবস্থা নেয়ার জন্য চিকিৎসকের অনুরোধ করেছেন মির্জা ফখরুল।
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
এর আগে দুষ্কৃতকারীদের হামলায় আহত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে দেখতে দেখতে ইসলামী ব্যাংক হাসপাতালে যান বিএনপি মহাসচিব।
আমার বার্তা/এল/এমই