কিছু ব্যক্তি নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে: দুলু
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৭:৫৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘কিছু ব্যক্তি বিভিন্ন দাবি করে আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছেন। আগামী নির্বাচন সময় মতো না হলে শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা ও গণতন্ত্র ভোটের অধিকার আবার হারানোর মুখোমুখি হতে পারে।’
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভায় এ কথা বলেন দুলু।
সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জনিয়ে দুলু বলেন, ‘শহীদের বিনিময়ে পাওয়া স্বাধীনতায় শহীদের সঙ্গে বেইমানি না করি। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
দুলু আরও বলেন, ‘ফ্যাসিস্টদের বিচার আমরা চাই; আমরা সংস্কারও চাই; আমরা নির্বাচনও চাই। নির্বাচান সময়মত না হলে বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হতে পারে। সময় এখন গণতন্ত্রের পথে ফিরে আসার।’
এর আগে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের আলাইপুর এলাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়। র্যালিটি কানাইখালী পুরাতন বাসট্যান্ডে এসে শেষ হয়।
আমার বার্তা/এল/এমই