নির্বাচন-নির্বাচন খেলার ফাঁদে পা দেবে না মানুষ: মির্জা ফখরুল

প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ১৫:২২ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

সরকার ক্ষমতায় টিকে থাকতে আবারও নির্বাচন-নির্বাচন খেলার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সরকারের এমন ফাঁদে জনগণ আর পা দেবে না বলে মন্তব্য করেছেন তিনি। 

আজ রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় ফখরুল বলেন, ‘আবার তারা নির্বাচনের পাঁয়তারা করছে। নির্বাচন করে দুনিয়াকে দেখাবে যে, দেখো নির্বাচন দিয়েছি। এরা পরিকল্পিতভাবে এমনভাবে সাজিয়েছে, সেই সাজানোতে দেখা যাবে যে, নির্বাচন-নির্বাচন খেলা একটা হবে। সেই খেলায় তারাই নির্বাচিত হয়ে আসবে।’ 

‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘ওই ফাঁদে আর পা দিচ্ছে না মানুষ। বাংলাদেশের মানুষ আর সেই ফাঁদে পা দেবে না। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর সেটা হবে না।’

তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তত্ত্বাবধায়ক সরকার কেন চাইছি? বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য? না, জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য। যার ভোট সে দেবে এবং সেটা দিয়ে একটা সংসদ গঠন হবে।’

এ সময় বিএনপির সভা-সমাবেশে বাধা না দিয়ে সরকার আরেকটা শয়তানি শুরু করেছে বলে মন্তব্য করেন ফখরুল। তিনি বলেন, তারা এখন আর জনসভা করতে বাধা দেয় না, ওইটা আরেকটা শয়তানি। জনসভা করতে বাধা দেয় না।  কিন্তু যখনই বলব যে, আমরা এখন মিছিল করব, প্রতিবাদ করব, বিক্ষোভ করব, তখন তারা আটকে দেবে। 

আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’-এর  সমালোচনা করে ফখরুল বলেন, ‘শান্তি সমাবেশের কথা শুনলেই আমাদের শান্তি কমিটির কথা মনে পড়ে। ১৯৭১ সালে পাকিস্তানিরা শান্তি কমিটি করেছিল, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করত, গ্রেপ্তার করত। সেইভাবেই তারা মানুষকে বোকা বানাচ্ছে, প্রতারণা করছে।’

এবি/ জিয়া