চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: হাসনাত
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৬:২৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ঘরে ঘরে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (১২ জুলাই) সাতক্ষীরায় দলটির পথসভায় তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজিতে দেশ ছেঁয়ে যাচ্ছে। ঘরে ঘরে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। তাদের সঙ্গে আত্মীয়তাসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করুন।
এর আগে দুপুর ১টায় খুলনা থেকে গাড়িবহর সাতক্ষীরা পৌঁছায় তারা। এসময় কুমিরা বাজার এলাকায় তাদের বরণ করে নেয়া হয়। পরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আমতলা থেকে আসিফ চত্বর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।
এরপর সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা।
আমার বার্তা/এল/এমই