আ. লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা আতঙ্কিত: নুর

প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৫:২১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আওয়ামী লীগ নিয়ে সম্প্রতি বিদেশি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার বক্তব্যে শঙ্কিত বোধ করছেন বলে জানিয়েছেন গণ-অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার (১ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় কথা বলেন তিনি।

নুর বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচারের বিষয়ে বর্তমান সরকারের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখছি না। আর আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, সাময়িক স্থগিত করা হয়েছে–সম্প্রতি বিদেশি গণমাধ্যমে দেয়া প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকার আমাদের আতঙ্কিত করেছে।’

তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানান।

সরকারকে উদ্দেশ্য করে গণ-অধিকার পরিষদ সভাপতি বলেন, সরকারে আছেন বলে নিজেদের সর্বেসর্বা ভাববেন না। স্টেকহোল্ডারদের মতামত নিন। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনীয় জুলাই সনদ অবিলম্বে ঘোষণা করুন।

সুনির্দিষ্ট আইনের আলোকে সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে নুর বলেন, শুধু পুরানোদের কথায় কোনো সিদ্ধান্ত ঐকমত্য কমিশন নিতে পারে না। তরুণরা এটা মানবে না। রাষ্ট্র গঠনে জনগণের মতামত নিতে হবে।


আমার বার্তা/এল/এমই