চিড়িয়াখানায় শিশুর হাত ছিঁড়ে নিলো হায়েনা
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১৮:৪১ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে আসা এক শিশুর ওপর হায়েনার হামলা চালায়। এতে ওই শিশুর একটি হাত ছিঁড়ে নিয়ে গেছে হায়েনা। জানা গেছে, শিশুটির বয়স ৪ বছর। তার বাড়ি নওগাঁয়।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় শিশুটিকে রাজধানীর জাতীয় আর্থপেডিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিড়িয়াখানার সহকারী পরিচালক মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এ নিয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, শিশুটির চিকিৎসার ব্যয়ভার বহন করছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সুপারিশে হায়েনার নিরাপত্তা বেষ্টনি উঁচু করার সিদ্ধান্ত হয়েছে।
চিড়িয়াখানায় বেড়াতে আসা শিশুটি হায়েনার খাচার কাছে গেলে লোহার শিকের ফাক দিয়ে হায়েনা শিশুটির ওপর আক্রমন চালায়। এতে তার একটি হাত হায়েনা ছিড়ে নিয়ে যায়।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে জানানো হয়, কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে।
এবি/ জিয়া