আগামী ২৬ জুলাই খাদ্য অধিকার ও কৃষি খাদ্য ব্যবস্থা সম্মেলন

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের

প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১৮:৪৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার ও কৃষি খাদ্য ব্যবস্থা সম্মেলন ২০২৩ আয়োজন করতে যাচ্ছে খাদ্য অধিকার বাংলাদেশ। বর্তমান কৃষি-খাদ্য ব্যবস্থাকে আরও ন্যায়সংগত, টেকসই, জলবায়ু সহিষ্ণু করে তোলা ও সবার জন্য পর্যাপ্ত খাদ্যের অধিকার নিশ্চিত করারই এই সম্মেলনের লক্ষ্য। 

৬ জুন মঙ্গলবার বেলা ১১টায়  জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক মহসিন আলী।

আগামী ২৬-২৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ২ দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মহসিন আলী বলেন, কৃষি-খাদ্য ব্যবস্থা একটি সামগ্রিক ও বহুমাত্রিক ব্যবস্থা। যেখানে বিস্তৃত পরিসরে অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিভিন্ন অংশীজন অন্তর্ভুক্ত থাকে। এ ব্যবস্থা অর্থনৈতিক, পরিবেশগত, সামাজিক ও সাংস্কৃতিক দিককে নির্দেশ করে, যা খাদ্য, জমি, পানি, পুঁজি, জোগান, প্রযুক্তি, বাজারে ন্যায়সংগতভাবে এবং জলবায়ু পরিবর্তনজনিত সংকটের কারণে বেঁচে থাকা এবং ব্যবস্থাগত রূপান্তর প্রক্রিয়াকে সন্নিবেশিত করে। 

তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) দ্বারা প্রস্তাবিত নিওলিবারেল মতাদর্শ বাণিজ্য এবং কৃষি সংক্রান্ত চুক্তির দ্বারা পরিচালিত শিল্প ও কৃষি খাদ্য ব্যবস্থা, ভূমি দূষণ, বন উজাড় করা, জীব-বৈচিত্র্যের ক্ষতি, পানির ঘাটতি– এসব বৈষম্য ও খাদ্য আমদানি বাড়ায়। বিশ্বব্যাপী মহামারির কারণে বহুজাতিক কর্পোরেশনগুলো টান্সজেনিক বীজের ব্যবহারকে একচেটিয়া করে এবং চাপিয়ে দেয়।

বহুমাত্রিক প্রেক্ষাপটে খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্ক, যার সহযোগী হিসেবে পিকেএসএফ, অক্সফ্যাম, মানুষের জন্য ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ফুড সিকিউরিটি নেটওয়ার্ক-আইএফএসএন, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, কেয়ার, ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, অ্যাকশনএইড, ক্রিশ্চিয়ানএইড, নেটজ বাংলাদেশসহ উল্লেখযোগ্য সংখ্যক জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং নেটওয়ার্কের যৌথ আয়োজনে আগামী ২৬-২৭ জুলাই ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার ও কৃষি খাদ্য ব্যবস্থা সম্মেলন ২০২৩’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।  এটা এ অঞ্চলে খাদ্য অধিকার ও কৃষি খাদ্য ব্যবস্থার সঙ্গে অত্যন্ত সক্রিয় ও ওতপ্রোতভাবে যুক্ত নাগরিক সমাজের মধ্যে যোগাযোগ প্রক্রিয়াকে আরও বিস্তৃত করবে।

সম্মেলন সম্পর্কে তিনি বলেন, খাদ্য অধিকার ইস্যুকে শক্তিশালী করার জন্য নাগরিক সমাজের সংগঠন ও নেটওয়ার্ক, কৃষক সংগঠন, যুব, নারী, বিশেষজ্ঞ, গবেষক এবং নীতিনির্ধারকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বহুবিধ অংশীদারিত্ব গড়ে তোলা। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৃষি-খাদ্য ব্যবস্থা রূপান্তরে আদিবাসী, ক্ষুদ্র কৃষক এবং স্থানীয় সম্প্রদায়ের ভূমিকা, অবদান এবং অংশগ্রহণকে স্বীকৃতি, রক্ষা ও এগিয়ে নেওয়া। সমাজের সবচেয়ে প্রান্তিক অংশের খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি নিশ্চিত করার জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি পর্যালোচনা ও করণীয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য অধিকার বাংলাদেশ ও পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, খাদ্য অধিকার বাংলাদেশের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিন আক্তার চৌধুরী ডলি, অর্থ সম্পাদক অমিত রঞ্জন দে প্রমুখ।

 ২৬ জুলাই সকাল সাড়ে ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ২ দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। 
 

এবি/টিএ