সরস্বতী পূজায় তিন দিনের নানা আয়োজন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৩:৩৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতী মাতার পূজা। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে শহর ও জেলার স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিদ্যা অর্চনার জন্য সরস্বতী দেবীর পূজাঅচর্না করেন শিক্ষার্থীরা। দেবীর কাছে জ্ঞান ও বিদ্যার প্রার্থনা করেন তারা।

সরস্বতী পূজাকে ঘিরে তিনদিনের আয়োজনে শহরের অলিগলি থেকে পাড়ামহল্লা সবখানেই আধুনিক লাইটিং-এ ছেয়ে গেছে। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শুধু লাইটিং দেখতেই ছুটে আসছে দর্শনার্থীরা। নিরাপত্তার স্বার্থে এবার হচ্ছে না র‌্যালি বা শোভাযাত্রা। এদিকে উৎসব শান্তিপূর্ণ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, সরস্বতী পূজাকে ঘিরে মাদারীপুর শহরজুড়ে উৎসবের আমেজ। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছেয়ে গেছে চোখ ধাঁধানো আলোকসজ্জায়। পাড়া-মহল্লা কিংবা শহরের অলি-গলি সবখানেই আলো ছড়াচ্ছে এমন দৃশ্য। মনোমুগ্ধকর এই লাইটিং দেখতে এরইমধ্যে ছুটে আসছে শিশু, কিশোরসহ নানা বয়সের মানুষ। বিনোদনে যোগ হয়েছে বাড়তি আনন্দ।

বিদ্যা ও জ্ঞান বৃদ্ধির জন্য শুধু মণ্ডপেই নয়, বিভিন্ন স্কুল-কলেজের সনাতনধর্মী শিক্ষার্থীরাও সরস্বতীর পূজা করে থাকেন। প্রতিবছর অনুষ্ঠানের শেষদিনে শোভাযাত্রা হলেও নিরাপত্তার স্বার্থে তা এবার হচ্ছে না। এদিকে দর্শনার্থীদের জন্য লালনগীতি, জারি গান, কৌতুক-অভিনয়, নৃত্য, জাদু প্রদর্শনীসহ নানান আয়োজনের কথা জানায় পূজা উদযাপন পরিষদ। উৎসব শান্তিপূর্ণ করতে সবধরনের নিরাপত্তার কথা বলছে পুলিশ।

শুক্রবার সকালে দলীয় নেতাকর্মী নিয়ে সরস্বতী পূজা দেখতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে আসেন বিএনপির মনোনীত মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জাহান্দার আলী মিয়া। শহরের বিভিন্ন পাড়ামহল্লার অলিগলি প্রদর্শন করেনও তিনি। উৎসব শান্তিপূর্ণ করতে সব ধরনের সহযোগিতার কথা জানান বিএনপি এই এমপি প্রার্থী। 

জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে শুধুমাত্র মাদারীপুর পৌরসভার মধ্যে ৬৫টি পূজা মণ্ডপে এই উৎসব। শুক্রবারের শুরু হওয়া এই ধর্মীয় উৎসব আগামী রোববার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। যা দেখতে বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন হাজার হাজার দর্শনার্থী।

মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডল জানান, প্রায় ২০০ বছর ধরে অনুষ্ঠানের শেষদিনে র‌্যালি হয়। যেখানে অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হয়। কিন্তু এবার নিরাপত্তার স্বার্থে সেই র‌্যালি হচ্ছে না। তবে, অনুষ্ঠান প্রতিবছরের মতো তিনদিনই হবে। এবার পুরো অনুষ্ঠান মণ্ডপের ভেতরেই হবে। যা দেখে দর্শনার্থীরা আনন্দ পাবেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, সরস্বতী পূজাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। থানা পুলিশের পাশাপাশি জেলার গোয়েন্দা পুলিশও কাজ করছে এই পূজায়। যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক নিরাপত্তা থাকবে।

মাদারীপুর দুই আসনের বিএনপি'র মনোনীত এমপি প্রার্থী জাহান্দার আলী মিয়া জানান, কয়েকশো' বছর ধরে মাদারীপুরে খুব ধুমধামভাবে সরস্বতী পূজা হয়। এ বছর পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের সহযোগিতা করা হবে। পাড়ামহল্লার পূজা মণ্ডপগুলোতে আলাদাভাবে খোঁজখবর রাখবে বিএনপি নেতাকর্মীরা। যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

আমার বার্তা/এল/এমই