তারেক রহমানের সঙ্গে দেখা করে শোক জানালেন পাকিস্তানের স্পিকার

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:২২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছানোর পর তার ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাবিক।

বুধবার (৩১ ডি‌সেম্বর) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ জানানো হয়। এ সময় তিনি পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে শোক প্রকাশ করেন।

পোস্টে বলা হয়, দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ দুপু‌রে ঢাকায় আসেন পা‌কিস্তা‌নের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তি‌নি খা‌লেদা জিয়ার জানাজায় অংশ নি‌য়ে‌ছেন।

এদিকে বিকেল ৩টা ৫টা মিনিটের দিকে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা ৩টা ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান।


আমার বার্তা/এমই