ওসমান হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বাংলাদেশ যতদিন থাকবে শরিফ ওসমান হাদির মন্ত্র ততদিন অমলিন থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেছেন, প্রিয় ওসমান হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি, তুমি বুকের ভেতর আছো। তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো আমরা যেন তা পূরণ করতে পারি। পুরো দেশ ওয়াদা করবে।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

হাদির মন্ত্র বাংলাদেশের মানুষের অন্তরে থাকবে জানিয়ে তিনি বলেন, প্রিয় হাদি, তোমার যে মানব প্রেম, মানুষের সঙ্গে ওঠাবসা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি; এটা সবাই অনুসরণ করব। তোমার মন্ত্র আমাদের কানে চিরদিন বাজবে। তোমার মন্ত্র ছিল বল বীর চির উন্নত মম শির… আমাদের শির কখনও নত হবে না। এই মন্ত্রে দুনিয়ার কাছে আমরা নত হব না।

প্রধান উপদেষ্টা বেলেন, প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশ নিতে চেয়েছো। কিভাবে প্রচারণা চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়; এই শিক্ষা আমরা গ্রহণ করলাম। তুমি হারিয়ে যাবে না, কেউ তোমাকে ভুলতে পারবে না। তোমার মন্ত্র আমাদের মনে করে দেব। 


আমার বার্তা/জেএইচ