ছায়ানট ভবনে হামলা ও ভাঙচুর

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও আগুনদেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মধ্যরাতে একদল বিক্ষোভকারী ধানমন্ডির ছায়ানট ভবনের বিভিন্ন তলায় ব্যাপক ভাঙচুর করে। মুখে কাপড় বেঁধে, হেলমেট পরে তারা এ হামলা চালায়। শেষে তারা ভবনের নীচে আগুন দেয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা সে আগুন নিভিয়ে ফেলে।

ফলে বড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় বাঙালি সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির মৃত্যুর খবরে রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষোভ বিক্ষোভের মধ্যে বিভিন্ন স্থানে হামলার হামলা করে বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারী রাত ১টার পর জড়ো হতে থাকেন ধানমন্ডির শংকরে ছায়ানটের সামনে। এরপর কারা ভবনে ঢুকে তিন তলা পর্যন্ত প্রায় প্রতিটি কক্ষে ভাংচুর চালায়। হাতের কাছে যা পেয়েছেন তাই-ই ভাঙচুর করেছেন তারা। মনিটরিং সিস্টেম, লাইট, ফ্যান, মাটির তৈরি চারুকর্ম ও শিল্প কর্ম ভেঙে ফেলা হয়েছে।

হামলার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাংচুরের পর রাতেই ছায়ানটের ফেইসবুক পেইজে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ছায়ানট বিদ্যায়তেনের সকল ক্লাস স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।


আমার বার্তা/জেএইচ