ওসমান হাদির পরিবারের দায়িত্ব নেবে সরকার

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ২৩:৫৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে তার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহায়তার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নিহত হাদির স্ত্রী ও সন্তানের সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, রাষ্ট্র তাদের পরিবারকে একা ফেলে রাখতে পারে না। সেই দায়বদ্ধতা থেকেই শরিফ ওসমান বিন হাদির পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরিফ ওসমান বিন হাদি। দীর্ঘ কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে তিনি মারা যান।

জানা যায়, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষ করে রিকশায় করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেদিনই এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার আশায় গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না ফেরার দেশে।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছে।

প্রধান উপদেষ্টার ঘোষণায় নিহত হাদির পরিবার কিছুটা হলেও আশ্বাস পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি আরও জোরালো হচ্ছে।