যুক্তরাষ্ট্র-বাংলাদেশ যৌথ উদ্যোগে ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’ উদ্বোধন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় মানি লন্ডারিং বেঞ্চ বুকের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে এর উদ্বোধন করা হয়। ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের বরাত দিয়ে দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট অব জাস্টিসের অফিস অব ওভারসিজ প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিসট্যান্স অ্যান্ড ট্রেনিং (অপড্যাট)-এর সহায়তায় প্রণীত এই গ্রন্থটি মানি লন্ডারিং মামলার বিচারক, সরকারি কৌঁসুলি এবং তদন্ত কর্মকর্তাদের জন্য একটি ব্যবহারিক দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। বেঞ্চ বুকটি বিচারিক সক্ষমতা বাড়াতে, মানি লন্ডারিং প্রতিরোধ কাঠামোর কার্যকর ব্যবহারে উৎসাহ দিতে, আর্থিক খাতের সুশাসন রক্ষা করতে এবং স্থিতিশীল বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করতে সহায়তা করবে।
আমার বার্তা/এমই
