নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে প্রশাসনে রদবদল চলবে

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে প্রাসঙ্গিক সব ব্যবস্থা নেওয়া হবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য তিন লাখ ১০ হাজার ৪১৪ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এখন গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তপশিল ঘোষণার পর ভোটের দায়িত্বে যারা থাকবেন তারা ১৬ বা ১৭ ডিসেম্বর থেকে নিবন্ধন করতে পারবেন। কয়েদিরা ২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত করতে পারবেন। আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বে মোতায়েনের পর পারবেন।

ইসি সচিব বলেন, পরিপত্র রেডি করা আছে। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যা প্রাসঙ্গিত হবে, তার সব নিশ্চিত করব। দলগুলোরও সদিচ্ছা থাকতে হবে। নিশ্চয়ই তারা সহায়তা করবে। কেউ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

গাজীপুর ও বাগেরহাটের আসন সংক্রান্ত ইসি'র গেজেট অবৈধ ঘোষণা করে দেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় সংক্রান্ত প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, আদালতের রায় আমাদের প্রশ্নবিদ্ধ করে। তবে গাজীপুর ও বাগেরহাটের আসনের গেজেট আদালতের আদেশ অনুযায়ী হবে। 

তিনি বলেন, ভোটের সময় প্রশাসনে রদবদল চলমান প্রক্রিয়া। ইসির অনুমতি, সম্মতি বা পরামর্শের সাপেক্ষে রদবদল করা হবে।


আমার বার্তা/এমই