বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই: ফাওজুল কবির
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৯:০২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বীরপ্রতীক সিরাজ উদ্দিন আহমেদকে (নেভাল সিরাজ) তার ভিন্নমতের কারণে হত্যা করা হয়েছে। আমরা এই ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ হচ্ছে বহু মত ও ধর্মের দেশ। মানুষ বিভিন্ন রকমের আচরণ করবে ও বহু মতকে ধারণ করবে। এ মতামতের কারণে কাউকে অনিশ্চয়তায় যেন থাকতে না হয় এবং হত্যাকাণ্ডের শিকার হতে না হয়।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে মাধবদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের আয়োজনে নেভাল সিরাজ সড়কের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাকিস্তান নৌ-বাহিনীর অফিসার সিরাজ উদ্দিন আহমেদকে পরিচয় করে দিয়ে উপদেষ্টা বলেন, ১৯৭১ এর ২৫ মার্চে নরসিংদীতে ছুটিতে থাকাকালে বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধ সংগঠন ও পরিচালনায় আত্মনিয়োগ করেন তিনি। নেভাল সিরাজ ছিলেন একজন যুবক, তিনি দেশ স্বাধীন করেছেন। তাকে হত্যা করে তারা ভেবেছিল নেভাল সিরাজকে নিশ্চিহ্ন করবে, তিনি নিশ্চিহ্ন হননি কিন্তু তিনি আজ আবার পূর্ণ জাগ্রত হয়েছেন।
উপদেষ্টা বলেন, আপনারা একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন করেন। যার যে মত হোক, যার যে দল হোক, সে নির্বাচনে যারাই বিজয়ী হবে আমরা তাদের পেছনে দাঁড়াব। যারা এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত ও বিকৃত করতে পারে এবং ভোট কেন্দ্র দখল করতে পারে তাদের আপনারা সে সুযোগ দেবেন না। একটা সুন্দর নির্বাচন করলে, নেভাল সিরাজের স্মৃতির প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা নিবেদন হবে।
সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
বক্তব্য রাখেন- নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বীরপ্রতীক সিরাজ উদ্দিন আহমেদের (নেভাল সিরাজ) দ্বিতীয় ছেলে মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
আমার বার্তা/এমই
