খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ এসএসএফ নিরাপত্তা পাবেন না

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা শুধু বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাবেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, ভিভিআইপি প্রটোকল শুধুমাত্র বেগম জিয়ার জন্য, পরিবারের অন্য সদস্যদের জন্য প্রযোজ্য নয়।

এদিন গণপ্রনিধিত্ব অধ্যাদেশে সংশোধনী এবং পাঁচ সদস্যবিশিষ্ট পুলিশ কমিশন গঠনে উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশ পাস হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় পরিবেশ উপদেষ্টা ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। তার এ যাত্রায় সঙ্গী হচ্ছেন ১৪ জন। তার মধ্যে এসএসএফের দুজন কর্মকর্তা রয়েছেন। তারা হলেন, হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ।


আমার বার্তা/এমই