নাফিজ সরাফতের ২১ ফ্ল্যাটসহ জব্দ করা সম্পদের রিসিভার নিয়োগ
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১৫:০৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ, ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাতের জব্দ করা ২১টি ফ্ল্যাট, দুটি বহুতল বাড়ি ও জমির রিসিভার নিয়োগের নির্দেশনা দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে রিসিভার বা তত্ত্ববধায়ক নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। অনুসন্ধান টিম প্রধান আফরোজা হক খানের আবেদনে এমন আদেশ দেওয়া হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
গত ৭ জানুয়ারি নাফিজ সরাফত পরিবারের রাজধানীর বিভিন্ন জায়গায় থাকা ২১টি ফ্ল্যাটসহ বাড়ি ও জমি ক্রোকের আদেশ দেওয়া হয়েছিল।
ওই আদেশে বলা হয়েছিল, নাফিজ সরাফত ও অন্যান্যদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণা ও নিজেদের মাধ্যমে একে অপরের যোগসাজশে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগের ওপর অনুসন্ধান চলমান। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে সংগৃহীত তথ্য পর্যালোচনায় দেখা যায়, চৌধুরী নাফিজ সরাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ এবং তার ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফতের নামে দেশের বিভিন্ন স্থানে স্থাবর সম্পত্তির তথ্য পাওয়া গেছে ও তারা পলাতক রয়েছেন।
ক্রোক করা সম্পদের মধ্যে নাফিজ সরাফাতের নামে গুলশানের ২০ তলা বিশিষ্ট একটি বাড়ি, গুলশানের একটি, ঢাকার ক্যান্টনমেন্ট বাজারের চারটি, নিকুঞ্জ উত্তর আবাসিক এলাকায় একটি ও বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটের ৫০ শতাংশ, নিকুঞ্জের দুটি প্লট, বাড্ডার কাঠালদিয়ার আড়াই কাটা, গাজীপুরের কালিয়াকৈরের দুই ১০ কাঠা করে ২০ কাঠা, গাজীপুর সদরে ৮. ২৫ শতাংশ জমি, নিকুঞ্জরের জোয়ার সাহারায় ৪.৯৫ শতাংশ জমি, নারায়ণগঞ্জের রূপগঞ্জের রাজউক পূর্বাচল প্লটে সাড়ে ৭ কাঠা জমি রয়েছে।
তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদের নামে বসুন্ধরা আবাসিক এলাকায় সাড়ে সাত কাঠা জমির ওপর চারতলা বাড়িসহ জমি, পান্থপথে একটি, গুলশান লিংক রোডে একটি, মিরপুর ডিওএইচএস এ একটি, শাহজাদপুরে একটি ও বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটের ৫০ শতাংশ, নিকুঞ্জে তিন কাঠা জমি, বাড্ডার কাঁঠালদিয়া আড়াই কাঠা নাল জমি ও গাজীপুর সদরে ৮.২৫ শতাংশ চালা জমি রয়েছে।
অন্যদিকে তার ছেলে রাহিব সাফওয়ান সরাফাতের নামে বনানীতে থাকা তিনটি ও বারিধারায় থাকা চারটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছিল আদালত।
আমার বার্তা/এমই
