সরকার দুই-আড়াই মাস আছে, ভালো দৃষ্টান্ত রেখে যাব: রিজওয়ানা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১২:২৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজওয়ানা বলেন, আমাদের সরকার আর দুই-আড়াই মাস আছে। এই সময়ের মধ্যেই একটা ভালো দৃষ্টান্ত রেখে যাবে।

যাত্রা শুরু করল ই-পারিবারিক আদালত
পরিবেশ উপদেষ্টা বলেন, ই-পারিবারিক আদালতের মাধ্যমে কাগজবিহীন একটি বিচারব্যবস্থার দিকে আমরা এগুলাম। যে নারী ও শিশুরা নির্যাতন ও পারিবারিক সহিংসতার শিকার তাদের জন্য সম্ভাবনা নিয়ে আসবে এ আদালত। অনেক আবেদন ব্যবস্থা অনলাইন থাকলেও, তা অনলাইনে করা যায় না। ই-পারিবারিক আদালতের সার্ভার যাতে ডাউন না থাকে সেদিকে নজর দিতে হবে। এ বিষয়ে আইনজীবীদের প্রতিও আহ্বান রইল।

তিনি আরও বলেন, ইটভাটা ভাঙতে চাইলে বাধা দেওয়া হয়। যেকোনো সিদ্ধান্ত নিলে পদে পদে বাধার সৃষ্টি হয়।


আমার বার্তা/জেএইচ