কঠিন দুঃসময় পার করছে আমার পরিবার: আবুল সরকারের মেয়ে

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১২:০৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকার গ্রেপ্তারের পর তার পরিবার বর্তমানে কঠিন দুঃসময় পার করছে বলে জানিয়েছেন মেয়ে ইনিমা রোশনি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘আপনারা সবাইই হয়তো জানেন আমি এবং আমার পরিবার কী রকম একটা কঠিন সময় পার করছি।’ তিনি আরও বলেন, এই ‘দুঃসময়কে যারা আরো বেশি দুর্বিষহ করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, তাদেরকে আমার খুব বেশি কিছু বলার নাই। শুধু বলতে চাই, আপনাদের জীবনে যেন কখনও এই রকম দুর্বিষহ দুঃসময় নেমে না আসে।’

ইনিমা রোশনি জানান, একসঙ্গে অনেক কিছু সামাল দিতে হচ্ছে এবং ‘জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে সবসময়।’ তিনি বলেন, ‘কারা কখন গিয়ে আমাদের ঘর ভাঙে, কখন আমার পরিবারের কারো ওপর আঘাত হানে; এসব নানাবিধ চিন্তা মাথায় নিয়ে বাঁচতে হচ্ছে। সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে।’ 

অন্যদিকে, যারা জীবনের ঝুঁকি নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের প্রতি তিনি প্রচণ্ড কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, ‘যে মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদেরকে কী বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। আমি প্রচণ্ড কৃতজ্ঞ! প্রচণ্ড!’ 

তিনি আরও উল্লেখ করেন, ‘যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, যে বাউল ভাইরা আজ আহত হয়েছেন, তারা আসলে আমার পরিবার, আমরা একে অপরের জন্য বাঁচি, আমরা একে অপরের পাশেই আছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন।’

উল্লেখ্য, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলির মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননা করে মন্তব্য করার অভিযোগ ওঠে। তার মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। 

এর পরিপ্রেক্ষিতে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে মানিকগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আবুল সরকারকে আটক করে। পরের দিন সকালে তাকে জেলা ডিবি কার্যালয়ে আনা হয়। ওই দিন দুপুরে মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


আমার বার্তা/জেএইচ