তিন রাজস্ব আইনের অথেনটিক ইংরেজি টেক্সটের গেজেট প্রকাশ
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১১:১৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

দেশের রাজস্ব ব্যবস্থার তিনটি গুরুত্বপূর্ণ আইন—মূল্য সংযোজন কর আইন- ২০১২, কাস্টমস আইন-২০২৩ এবং আয়কর আইন- ২০২৩ এর অথেনটিক ইংরেজি টেক্সট সরকারি গেজেটে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
একইসঙ্গে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা-২০১৬ এর ইংরেজি সংস্করণও সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
এনবিআর জানায়, দেশি-বিদেশি বিনিয়োগকারী, গবেষক, বিশ্লেষক ও বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এই তিন আইনের নির্ভুল ইংরেজি সংস্করণ না থাকায় নানা জটিলতা ও অনিশ্চয়তার মুখে পড়ছিলেন। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে বিদেশি বিনিয়োগকারীদের জন্য রাজস্ব আইনের ইংরেজি সংস্করণ অত্যাবশ্যক হয়ে উঠেছিল।
দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২৩ সালে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এবং কাস্টমস এক্ট-১৯৬৯ বাতিল করে নতুন আয়কর আইন ও কাস্টমস আইন প্রণয়ন করা হয়। এরপর থেকেই আইনের অথেনটিক ইংলিশ টেক্সট প্রকাশের দাবি জোরালো হতে থাকে।
এনবিআর আরও জানায়, আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রম করে আইন তিনটির ইংরেজি সংস্করণ প্রস্তুত করেন। এরপর পৃথক কমিটি একাধিক ধাপে তা রিভিউ করে। চূড়ান্ত সংস্করণ ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠানো হলে তারা পেশাদারিত্বের সঙ্গে প্রয়োজনীয় সংশোধন করে তা অনুমোদন দেয়। পরে বিজি প্রেসে মুদ্রণের মাধ্যমে গেজেট আকারে প্রকাশিত হয়।
এনবিআর মনে করে রাজস্ব আইনগুলোর ইংরেজি সংস্করণ প্রকাশের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আইন ভালোভাবে বোঝা সহজ হবে এবং আইনের প্রতি করদাতার আস্থা বৃদ্ধি পাবে। এতে রাজস্ব আইন প্রয়োগে অস্পষ্টতা ও দ্ব্যর্থতা দূর হবে, যা সামগ্রিকভাবে বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নতিতে সহায়তা করবে।
আমার বার্তা/জেএইচ
