ফ্যাসিস্ট আমলের প্লট বরাদ্দ বাতিলের প্রক্রিয়া চলছে: শিল্প উপদেষ্টা
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৬:০০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়ে না তুললেই প্লট বাতিল করা হবে, সেই জায়গায় সুযোগ পাবেন নতুন ও জেনুইন উদ্যোক্তারা বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার (১৫ নভেম্বর) সকালে বরিশাল নগরীর বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন ।
উপদেষ্টা বলেন, অতীতে ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় অনেককে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। তারা আজ পর্যন্ত কোনও শিল্প প্রতিষ্ঠান গড়ে না তুললেও প্লট ধরে রেখেছে। এসব প্লট বাতিলের প্রক্রিয়া চলছে । দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাই অর্থনীতিকে সচল রাখছেন। তাদের সহায়তায় বিসিককে আরও সক্রিয় ও ব্যবসাবান্ধব করার উদ্যোগ চলছে। নতুন উদ্যোক্তাদের জন্য প্লট বরাদ্দও এরই অংশ।
বরিশালে গড়ে ওঠা নতুন বাফার সার গোডাউন বিষয়ে তিনি জানান, ৩৪টি বাফার গোডাউন নির্মাণ হচ্ছে এর একটি বরিশালে, যা ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে।
ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে এখনই সমাধান দেওয়া সম্ভব নয়। ফেব্রুয়ারিতে নির্বাচিত নতুন রাজনৈতিক সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
পরিদর্শনকালে বিদ্যুৎ-সংকট, পানি সমস্যা, শিল্পনগরীর আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন উপদেষ্টা। তিনি জানান, প্রকৃত শিল্প উদ্যোক্তাদের নন-স্টপ সার্ভিস নিশ্চিত করার বিষয়ে প্রধান উপদেষ্টার দফতরের সঙ্গে নীতিগত পরিকল্পনা প্রণয়ন চলছে।
দেশে পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন,চাষিরা কষ্ট করে পেঁয়াজ উৎপাদন করেছেন। বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম বাড়ার কারণ নেই। বেশি আমদানি করে কৃষকদের ক্ষতি করা উচিত হবে না এটা বাণিজ্য মন্ত্রণালয়ের দেখার বিষয়।
শ্রম সংক্রান্ত আইনি প্রক্রিয়া নিয়ে তিনি বলেন,যদি কোনও বিষয় শ্রম আইনের বাইরে থাকে, সেটি শ্রম মন্ত্রণালয়ের এখতিয়ার। আইনি প্রক্রিয়ার মধ্যে থাকলে অবশ্যই তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
এর আগে সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর উপদেষ্টা বিসিক শিল্প নগরীর বিভিন্ন কারখানা, বিএসটিআই অফিস ও নতুন প্লট এলাকা পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, বিসিক উপব্যবস্থাপক নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই
