ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন ড. নিয়াজ আহমেদ!
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৯:২৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমেদ খানকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত করতে চায় অন্তর্বর্তী সরকার। ঢাবি ভিসিকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে এরইমধ্যে কোপেনহেগেনে এগ্রিমো (নিয়োগ প্রস্তাব) পাঠিয়েছে সরকার।
এ ছাড়া, সরকার প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী ও তার বোন হুসনা সিদ্দিকীকেও রাষ্ট্রদূত করতে চায়।
ঢাকার নির্ভরেযোগ্য বেশ কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে, চলতি বছরের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্বের ইতি টানতে যাচ্ছেন নিয়াজ আহমেদ খান। ভিসি হিসেবে তার মেয়াদ বাড়ানোর পক্ষে নয় সরকার। সেজন্য নিয়াজ আহমেদকে রাষ্ট্রদূত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। একটি রাজনৈতিক দলের আবদার এবং সরকারের উচ্চ পর্যায়ের সম্মতিতে নিয়াজ আহমেদকে রাষ্ট্রদূত পদে পুরস্কৃত করার সিদ্ধান্ত হয়।
তারই ধারাবাহিকতায় মাস খাকেন আগে কোপেনহেগেনে নিয়াজ আহমেদের জন্য নিয়োগ প্রস্তাব গেছে। এখন ডেনমার্ক সরকারের সম্মতি পেলেই চলে। ডেনমার্কের সবুজ সংকেত পেলে বর্তমান রাষ্ট্রদূত একেএম শহীদুল করিমের স্থলাভিষিক্ত হবেন নিয়াজ আহমেদ।
আমার বার্তা/এমই
