আন্ডারওয়ার্ল্ড নিয়ে এত ঝামেলা হবে না: ডিএমপি কমিশনার
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৮:০৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আন্ডারওয়ার্ল্ডের এত ঝামেলা হবে না জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুরান ঢাকায় প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে ‘শীষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হচ্ছে। তদন্ত করে খুনীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে উত্তরে তিনি এ কথা বলেন।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে পুরান ঢাকায় প্রকাশ্যে ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুনকে গুলি করে হত্যার আগেও তার ওপরে হামলার ঘটনা ঘটেছিল।
এই হত্যাকাণ্ডের পর আবারও আন্ডারওয়াল্ডের শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতার নিয়ে আলোচনা উঠছে—এমন প্রশ্নের উত্তরে ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ২০০৩-৪ সালের দিকে তালিকাভুক্ত ২২ জন শীর্ষ সন্ত্রাসীর নাম ঘোষণা করা হয়েছিল। সেই সময়ে আমি ঢাকা মেট্রোপলিটনে চাকরি করি। সেসময় অভিযান চালিয়ে তিন শীর্ষ সন্ত্রাসীকে আমি গ্রেপ্তার করেছিলাম।
তিনি বলেন, তখন পুলিশের সাড়াশি অভিযানে তেজগাঁওয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী আলাউদ্দিন মারা যায়। তার ছোট ভাই রাকিব আরও বেশি দুর্ধর্ষ ছিল। একদিন আমাদের এক পুলিশ সদস্যকে (এএসআই দিনেশ) মেরে ফেলে। আন্ডারওয়াল্ড নিয়ে এতো ঝামেলা হবে না।
আমার বার্তা/এমই
