নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৮:৩৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মনোনয়ন না দিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আব্দুল মোমেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক) সদস্যদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এসময় ড. আব্দুল মোমেন বলেন, রাজনৈতিক দলগুলো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার কারণেই দুর্নীতি প্রতিরোধ করা কঠিন হয়ে উঠেছে। দলগুলো এ বিষয়ে সতর্ক থাকলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে।
আগামী নির্বাচন প্রসঙ্গে ড. মোমেন আরও বলেন, নির্বাচনে মনোনয়ন বেচা-কেনা না হলে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা থাকলে দুর্নীতি কমে যাবে। যারা নেতৃত্বে থাকবে তাদের মধ্যে দৃশ্যমান সততা থাকতে হবে। আগামী সংসদ নির্বাচনে আমরা সৎ লোক দেখতে চাই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অন্যান্য অপরাধীর মতো বিচারের মুখোমুখি হতে হবে। আদালত যদি প্রক্রিয়াগতভাবে আরও সহজ হন, তাহলে বিচার দ্রুত সম্পন্ন করা সম্ভব।
ড. মোমেন আশাবাদ ব্যক্ত করে বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোল ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে এরই মধ্যে আলোচনা হয়েছে। আমরা আশাবাদী যে তাকে দ্রুত ফিরিয়ে আনা হবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষমতার প্রভাব বলয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ও মামলা তদন্তের গতি অনেক সময় বাড়ে-কমে এটা সত্যি। তবে এখন আমাদের ওপর কোনো চাপ নেই।
পাচার হওয়া টাকা ফেরত আনার কাজে অগ্রগতির প্রসঙ্গে তিনি বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনার প্রক্রিয়া অনেক জটিল। তারপরও ব্রিটেনসহ কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা এ কাজে সহায়তা করছে। আশা করি পাচার হওয়া কিছু টাকা হলেও আমরা ফেরত আনতে পারব।
বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলা কর্মশালায় দুদক মহাপরিচালক (বিশেষ তদন্ত) মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও মহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি) আব্দুল্লাহ আল জাহিদ দুদক আইন, বিধি, অনুসন্ধান ও মামলা কার্যক্রমের নানা দিক উপস্থাপন করেন।
আমার বার্তা/এমই