রাষ্ট্রের সংবিধান আর জুলাই সনদ এক জিনিস না: নূরুল কবির
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নূরুল কবির বলেছেন, জুলাই সনদ কতগুলো দাবির একটা অঙ্গীকার এবং ঘটনার স্বীকৃতি স্বরূপ। এটা ঐতিহাসিক ডকুমেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ। কিন্তু একটা রাষ্ট্রের সংবিধান আর এই ধরনের সনদ এক জিনিস না। এটা পলিটিক্যাল সাইন্স এবং পলিটিক্যাল ফিলোসফির ইস্যু।
এই জুলাই সনদের কথাটা সবচাইতে বেশি করে এনসিপির তরুণ-তরুণীরা বলছেন। তাদের দিকে রাজনৈতিক ন্যায্যতা আছে। কিন্তু সরকারের দিক থেকে অন্যান্য এক্সপার্টদের থেকে এটা বলা উচিত ছিল যে, সনদকে সংবিধানের অংশ করার কোনো প্রয়োজন নেই।
সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে তিনি এসব কথা বলেন।
নূরুল কবির বলেন, রাজনৈতিক দলগুলো একসঙ্গে সংগ্রাম করেছে, বৈঠক করেছে, তাদের ভেতরে অনেক আলাপ-আলোচনা চলছে। তাদের এক ধরনের প্রতিশ্রুতি পরস্পরের প্রতি থাকা উচিত। এইটুকু সামান্য প্রতিশ্রুতির ভিত্তিতে যদি এত বড় গণ-অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক শক্তিগুলো সামনে এগোতে না পারে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা ক্ষমতায় যাবে তারাই সনদ বাস্তবায়নের চেষ্টা করবে এটা ডিকলারেশন আকারে জনগণের সামনে সরকারের নেতৃত্বে থাকা যথেষ্ট ছিল।
নূরুল কবির আরো বলেন, ‘এত পারস্পরিক অবিশ্বাসের ভিত্তিতে তারা একসঙ্গে গণতান্ত্রিক বিনির্মাণ রাষ্ট্র করতে পারবে না। কারণ কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, সংবিধানে থাকার পরেও করতে পারে। কারণ অতীতের বহু সরকার সংবিধানে বহু কথা লেখা আছে, কিন্তু সেগুলোকে বাস্তবায়ন করে নাই। সেটাও সংবিধানের সঙ্গে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ফলে এটা একটা জায়গায় সেটেল হওয়া উচিত।
আমার বার্তা/জেএইচ