শারদীয় দুর্গাপূজায় ২২৪ পূজা মণ্ডপের নিরাপত্তায় কোস্ট গার্ড
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় এলাকার আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সরকারের নির্দেশনা মোতাবেক এবারও উপকূলীয় অঞ্চলে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ ও উপাসনালয়ের সার্বিক নিরাপত্তায় কাজ করছে সংস্থাটি। ঢাকা জোনে ৪৩টি, পূর্ব জোন (চট্টগ্রাম) ৫৬টি, পশ্চিম জোন (মোংলা) ৪৫টি এবং দক্ষিণ জোনে (ভোলা) ৮০টি— সর্বমোট ২২৪টি মন্দির ও পূজা মণ্ডপে নিরাপত্তা দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড।
তিনি আরও জানান, পূজামণ্ডপে আগত ভক্তদের যাতায়াত সহজতর করতে নদী ও নদী তীরবর্তী এলাকায় বিশেষ টহল ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় অতিউৎসাহী জনগণকে ধারণক্ষমতার অতিরিক্ত নৌযানে উঠতে নিষেধ, সবাইকে লাইফ জ্যাকেট ব্যবহার নিশ্চিতকরণ ও সাঁতার না জানা ব্যক্তিদের নৌযানে উঠতে নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে অনাকাঙ্ক্ষিত নৌকা ডুবির মতো ঘটনায় উদ্ধারকাজ চালাতে বিশেষ ডুবুরিদলও প্রস্তুত থাকবে। জরুরি প্রয়োজনে জনগণকে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
কোস্ট গার্ডের এধরনের নিরাপত্তামূলক কার্যক্রম ২৮ সেপ্টেম্বর থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “আমরা চাই হিন্দু ধর্মাবলম্বীরা সবাই যেন সুন্দর, সুষ্ঠু ও নিরাপদে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে। কোস্ট গার্ডের জননিরাপত্তামূলক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আমার বার্তা/এমই