বেরোবি শিক্ষকের ফাঁস হওয়া সেই অডিও যাচ্ছে ফরেনসিকে
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. তানজিউল ইসলাম জীবনের সঙ্গে তার ছাত্রীর ফাঁস হওয়া কণ্ঠসদৃশ তিনটি অডিও ক্লিপ ফরেনসিক ল্যাবে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিন্ডিকেট সদস্য ড. মো. ফেরদৌস রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে বিষয়টি অনুসন্ধানে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিতে রয়েছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং গণিত বিভাগের অধ্যাপক ড. তাজুল ইসলাম।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করেছিল। তবে সে কমিটির প্রতিবেদনে মার্ক টেম্পারিংয়ের প্রমাণ মেলেনি এবং অডিও ক্লিপগুলোও বিশ্লেষণ করা হয়নি।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মো. হারুন অর রশিদ বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. তানজিউল ইসলাম জীবনের সঙ্গে এক ছাত্রীর ফাঁস হওয়া কণ্ঠসদৃশ কিছু অডিও ক্লিপ এসেছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় ওই অডিওগুলো অরিজিনাল কি না তা নিশ্চিত করতে ফরেনসিক ল্যাবে টেস্টের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ড. তানজিউল ইসলাম জীবন ও তার বিভাগের এক ছাত্রী কণ্ঠসদৃশ তিনটি অডিও ক্লিপ ফাঁস হয়। পরে, ২৪ এপ্রিল বিভাগের সাবেক এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের কাছে ই-মেইল এবং হোয়াটসঅ্যাপে লিখিত অভিযোগ করেন।
অভিযোগপত্রে তিনি মানসিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন, যৌন হয়রানি এবং মার্ক টেম্পারিংয়ের মাধ্যমে ফলাফল খারাপ করে দেয়ার অভিযোগ আনেন। দেশের বাইরে থাকায় সরাসরি হাজির হয়ে অভিযোগ জমা দেয়া সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
আমার বার্তা/এল/এমই