জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৩:৪৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ বদলি এবং বিভিন্ন কার্যক্রমের লক্ষ্যে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণায়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (২৬ আগস্ট) এ কমিটি নিয়ে প্রজ্ঞাপন জারি করে। যা বুধবার (২৭ আগস্ট) আজ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।
 
এ কমিটির সভাপতি হলেন-অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব করা হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
 
আরও আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। সদস্য হিসেবে রয়েছেন উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।
 
রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) এই কমিটির প্রজ্ঞাপন জারি করা হয়।

 

আমার বার্তা/এল/এমই