জেলা-উপজেলায় আনসার বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ শুরু

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৬:৫৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

চলমান ২৮ দিনব্যাপী ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সঙ্গে সমন্বয় করে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

সোমবার (২৫ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নির্বাচনী দায়িত্ব পালনের প্রাক-প্রস্তুতি হিসেবে প্রশিক্ষণে বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন, কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা, ভোটারদের ভোটদানে সহযোগিতা, ব্যালট পেপার ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিতসহ নির্বাচনী কার্যক্রমে করণীয় বিষয়ে হাতে কলমে মহড়া নিচ্ছেন।

আনসার ও ভিডিপি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। কর্তৃপক্ষ আশা করছেন, মাঠপর্যায়ে এই অনুশীলন নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমার বার্তা/এল/এমই