জুলাই শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সব স্তরের মানুষ
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৫:৩৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে জুলাই শহীদদের স্মরণে সমাধিতে ফুল দিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনায় হয়েছে দোয়া। শহীদদের আত্মত্যাগ নিয়ে আলোচনা সভা, শোভাযাত্রা ও জুলাই অভ্যুত্থানের ওপর চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে বিভিন্ন স্থানে। গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় সবার।
ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মুখে পতন হয় দেড় দশকের বেশি সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের। শহীদদের স্মরণের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন হচ্ছে।
মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসনসহ সব স্তরের মানুষ। তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জনতার জয়ের দিনটি স্মরণ করে র্যালি ও আলোচনা সভারও আয়োজন করা হয় জেলায় জেলায়। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বক্তাদের।
এছাড়া, জুলাই অভ্যুত্থানের ওপর চলচ্চিত্র প্রদর্শনী, গ্রাফিতি, স্বেচ্ছায় রক্তদান, শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনারও আয়োজন করা হয়।
আমার বার্তা/এল/এমই