বৃহস্পতিবার চূড়ান্ত হতে পারে নির্বাচনের আচরণ বিধিমালা: ইসি সচিব
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৫:৪১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আগামী বৃহস্পতিবার নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (০৪ আগস্ট) নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
ইসি সচিব বলেন, নির্বাচনের প্রস্তুতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাত সদস্যের প্রতিনিধি দল সেপ্টেম্বরের মাঝামাঝিতে আসবে। আগামী বৃহস্পতিবার কমিশন সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা আগামী বৃহস্পতিবার চূড়ান্ত হতে পারে।
সচিব বলেন, ‘এআই একটি মারাত্মক ইস্যু হতে পারে। তাই নির্বাচন কমিশন এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।’
তিনি জানান, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। এর মধ্যে ৩০টি দল অডিট রিপোর্ট জমা দিয়েছে, ১৫টি দল সময় বৃদ্ধির আবেদন করেছে এবং ৫টি দল এখনও রিপোর্ট জমা দেয়নি। একটি দল চলতি বছর নিবন্ধন পাওয়ায় সময় চেয়েছে। কমিশন এসব বিষয় নিয়ে পরবর্তী ব্যবস্থা নেবে।
সচিব আরও জানান, রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মোট ১৪৫টি আবেদন পেয়েছে ইসি। তথ্য ঘাটতি পূরণে এসব দলের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়। এখন পর্যন্ত ৮০টি দল তথ্য দিয়েছে, ৬টি দল সময় বাড়ানোর আবেদন করেছে, বাকি দলগুলো সাড়া দেয়নি। এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে এবং মাঠ পর্যায়ে তদন্ত চালাবে।
তিনি বলেন, ‘রাজনৈতিক দলের আচরণ বিধিমালা আগামী বৃহস্পতিবারের কমিশন বৈঠকে চূড়ান্ত হতে পারে। এছাড়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট। নির্বাচনের দ্রব্যাদি কেনাকাটার কাজ ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যে কাজ করছে কমিশন।’
আখতার আহমেদ আরও জানান, নির্বাচনের প্রস্তুতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৭ সদস্যের একটি প্রতিনিধি দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসবে। এছাড়া নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের কার্যক্রম চলমান রয়েছে।
ইসির প্রতি আস্থা ও অনাস্থা নিয়ে সচিব বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে কমিশন তার দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলোর বক্তব্য কমিশনের আওতাভুক্ত নয়, কমিশন নিজস্ব গতিতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। প্রস্তুতি সম্পন্ন হলেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’
আমার বার্তা/এমই