উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধ ৯ বছরের শিক্ষার্থী বাপ্পির মৃত্যু
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১০:২২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ শিক্ষার্থী বাপ্পি(৯) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।এর আগে ৯ শিক্ষার্থী ও ১ কো-অর্ডিনেটর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মঙ্গলবার(২২ জুলাই)ভোর ৫ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.শাওন বিন রহমান। তিনি জানান, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ভোর পাঁচটার দিকে ৯ বছরের শিশু বাপ্পি চিকিৎসাধীন অবস্থায় আইসিই-তে মারা যায়। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।এর আগে মধ্যরাতে আরও চার শিক্ষার্থী মারা যায়। এই চারজনের মধ্যে এরিকসন শরীরের ১০০ শতাংশ, আরিয়ানের শরীরের ৮৫ শতাংশ, নাজিয়ার শরীরের নব্বই শতাংশ এবং সায়ান ইউসুফ এর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি আরও জানান, এর আগে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আহমেদ, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আফনান ফাইয়াজ, মাইলস্টোনের প্রাইমারি সেকশনের হেড কো-অর্ডিনেটর মাহেরীন চৌধুরী ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ সামিন,এরিকসন, আরিয়ান, নাজিয়া ও সায়ান ইউসুফ মারা যায়। বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে এবং আইসিইউতে ৪১ জন চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে জুনায়েদ নামে তৃতীয় শ্রেণীর আরেক শিক্ষার্থী মারা যায়।উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও ঢাকা মেডিকেল বার্ণে মোট ১০ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
উল্লেখ্য, গত শনিবার উত্তরার মাইলস্টোন স্কুল সংলগ্ন এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে স্কুল প্রাঙ্গণে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা দগ্ধ হন। ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আমার বার্তা/মাসুদ রানাজেএইচ