গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতের স্বজনরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রয়োজনে নিহতদের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে বলেও জানান তিনি।
শনিবার (১৯ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
গোপালগঞ্জে ৫ জন নিহত হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেসব সাংবাদিক লাইভ করেছে তারা বুঝতে পারবে বিষয়টা। আমরা এসি রুমে বসে অনুমান করি। অনেকে অনেক কথা বলে।’
নিহতদের ময়নাতদন্তের বিষয়ে তিনি বলেন, ঢাকায় যার মৃত্যু হয়েছে, তার তো ময়নাতদন্ত হবে। তবে এলাকায় যারা মারা গেছেন তাদের স্বজনরাই নিয়ে গেলেন। যদি দরকার হয় উত্তোলন করে ময়নাতদন্ত হবে।’
গোয়েন্দা ব্যর্থতা ও কারও দায় রয়েছে কিনা এ ঘটনায় এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। কমিটিই নির্ধারণ করবে কে দায়ী।
থার্ড টার্মিনাল বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থার্ড টার্মিনাল এলাকাটা অনেক সুন্দর হয়েছে। টার্মিনালটি চালু হলে প্রবাসী ও দেশের মানুষের অনেক উপকার হবে। টার্মিনাল উদ্বোধনের বিষয়ে তিনি বলেন, খুব তাড়াতাড়ি থার্ড টার্মিনালটি উদ্বোধন করা হবে। তারিখ নির্ধারিত হলে গণমাধ্যমকে জানানো হবে।
ইমিগ্রেশন বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ইমিগ্রেশনে কী পরিমাণ জনবল প্রয়োজন হবে তা বুঝতে হবে। এটার অপারেশন ক্যাপাবিলিটি অনেক অনেক বেশি। তৃতীয় টার্মিনালের কাজ প্রায় ৯৮ শতাংশ সম্পন্ন হয়েছে।’
বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলার পর সংঘর্ষ ছড়ায়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ান নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা। সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়, যাদের সবাই গুলিবিদ্ধ হয়েছেন।
আমার বার্তা/জেএইচ