কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতায় তরুণদের ক্ষমতায়নের আহ্বান
বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৫ উদযাপন
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৭:১০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৫। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর বিনিয়োগ ভবনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২৫-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।
ইউনেস্কো-ইউনিভোক ঘোষিত দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল— “কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবদের ক্ষমতায়ন”। আলোচনা সভায় তরুণদের দক্ষতা বৃদ্ধির গুরুত্ব, এআই প্রযুক্তির ভবিষ্যৎ প্রভাব এবং সমন্বিত স্কিলস ইকোসিস্টেম তৈরির বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।
আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মোসাদ্দেক খান, বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জহুরুল হক ও ডুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, “তরুণরাই আমাদের ভবিষ্যৎ। আমাদের জনসংখ্যার বড় একটি অংশ তরুণ, যা আমাদের জন্য বড় সুযোগ। কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন দুনিয়া তৈরি করছে, এর সঙ্গে খাপ খাওয়াতে হলে তরুণদের দক্ষ করে তুলতেই হবে।”
যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, “সরকার, একাডেমিয়া ও শিল্পখাতের সমন্বয়ে একটি কার্যকর স্কিলস ইকোসিস্টেম গড়ে তোলাই এনএসডিএ-এর লক্ষ্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান রেহানা পারভীন। তিনি বলেন, “২০৩০ সালের মধ্যে ৮৬ শতাংশ প্রতিষ্ঠানে এআই ব্যবহৃত হবে, অথচ আজও বিশ্বের ৪৮ শতাংশ শিক্ষার্থী এআইভিত্তিক কাজের জন্য প্রস্তুত নয়। আমাদের এখনই প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সর্বজনীন সুযোগ নিশ্চিত করতে হবে।”
আলোচনা সভায় ‘ন্যাশনাল স্কিলস পোর্টাল’-এর অধীনে ‘লাইভ জব অপরচুনিটি’ প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়।
এছাড়া জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২৫-এর চূড়ান্ত বাছাইয়ে ৯টি স্কিলে ১১ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীরা আগামীতে চীনের সাংহাইয়ে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড স্কিলস ২০২৬ প্রতিযোগিতায় অংশ নেবেন। তাদের প্রস্তুতিতে এনএসডিএ প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
২০১৪ সালে জাতিসংঘ ঘোষিত এই দিবসটি প্রতিবছর ১৫ জুলাই বিশ্বব্যাপী উদযাপন করা হয়। এর লক্ষ্য হলো তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান ও আর্থ-সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখা।
অনুষ্ঠানে এনএসডিএ-এর সদস্য, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই