আমরা চট্টগ্রাম বন্দর সংস্কার করতে চাই: প্রেস সচিব
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১২:০৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সরকার চট্টগ্রাম বন্দর কাউকে হস্তান্তর করছে না; বরং আধুনিকায়নের লক্ষ্যে এতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চায়।
রোববার (২৫ মে) রাজধানীতে ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরাম আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা চট্টগ্রাম বন্দর সংস্কার করতে চাই, কিন্তু এটিকে কোনো দেশের হাতে তুলে দিচ্ছি না। বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো যেন বন্দরের নির্দিষ্ট টার্মিনালগুলো পরিচালনা ও বিনিয়োগ করতে পারে, সেই সুযোগ সৃষ্টি করতে চাই।”
শফিকুল আলম আরও জানান, ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় তিন বিলিয়ন ডলারের বিনিয়োগের আশ্বাস দিয়েছেন। সরকার চায়, তারা বন্দর ব্যবস্থাপনার অংশ নিয়ে পেশাদারভাবে পরিচালনায় যুক্ত হোক।
আমার বার্তা/জেএইচ