বাংলাদেশে একটি রিপাবলিক তৈরির চেষ্টা করা হচ্ছে: আলী রীয়াজ
প্রকাশ : ১১ মে ২০২৫, ১৬:৫৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশে একটি রিপাবলিক তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।
রোববার (১১ মে) দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত প্রস্তাবের ওপর এই আলোচনার আয়োজন করা হয়।
আলী রীয়াজ বলেন, বাংলাদেশে একটি রিপাবলিক তৈরির চেষ্টা করা হচ্ছে। জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের প্রতি দায় থেকে নতুন রাষ্ট্র গঠনের চেষ্টা করা আমাদের লক্ষ্য। তবে, শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করা যাবে না।
বিদ্যমান সংবিধান নিয়ে তিনি বলেন, সংবিধানের মধ্যে শেখ হাসিনা তৈরিতে কোনো বাধা ছিল না। সাংবিধানিকভাবেই স্বৈরতন্ত্র কায়েম করা গেছে।
বিচার বিভাগ স্বাধীন না করে নির্বাহী বিভাগের একচ্ছত্র ক্ষমতা রেখে গণতন্ত্র সম্ভব নয় বলেও এ সময় মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি।
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রসঙ্গে এরপর তিনি বলেন, সংসদের উচ্চকক্ষের দায়িত্ব থাকবে মনিটরিং করা, এর বেশি ক্ষমতা দিলে নিম্নকক্ষের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান তৈরি হতে পারে।
আমার বার্তা/এমই