জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল: আসিফ মাহমুদ

প্রকাশ : ১১ মে ২০২৫, ১৬:৪০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি পিআইডি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ছোঁয়া দেশের ক্রীড়াঙ্গনেও লেগেছিল। সে কারণে মাঝে কিছুটা সময় ক্রীড়াক্ষেত্রে স্থবিরতা ছিল।

রোববার (১১ মে) মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘বর্তমানে ক্রীড়াঙ্গনকে সক্রিয় করতে মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিভিন্ন ফেডারেশনে অ্যাডহোক কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে।’

তিনি বলেন, ‘ সারা দেশে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দেওয়া হয়েছিল। সেগুলো পুনর্গঠনে কার্যক্রম চলমান আছে। আমরা এখন একটা পর্যায়ে এসে পৌঁছেছি, যেখানে ক্রীড়া ফেডারেশন এবং সংস্থাগুলো পূর্ণরূপে কার্যক্রম শুরু করেছে। ক্রীড়াক্ষেত্র আবারও পুনর্জীবিত হচ্ছে।’

উপদেষ্টা বলেন, ‘খেলাধুলা সমাজ থেকে বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে এবং একটি সুন্দর জীবন গড়তে সহায়তা করে। স্পোর্টস সেক্টরে বাজেটের কিছু স্বল্পতা রয়েছে। তবে তা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে, যার সুষ্ঠু বণ্টনের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রগুলোকে প্রমোট করা সম্ভব হবে।’

বাংলাদেশ কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে ৯ থেকে ১১ মে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকায় তিন দিনব্যাপী ‘২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫’ শুরু হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস সংস্থার ৮৭টি দলের ২১টি ওজন শ্রেণিতে পুরুষ খেলোয়াড় ৫১৭ জন, মহিলা ২২৩ জন, বিভিন্ন সংস্থার ম্যানেজার ও কোচ ২৬১ জন এবং ও ম্যাটের জন্য রেফারি/জাজ ৮০ জন- সর্বমোট ১০৮১ জন অংশগ্রহণ করেন।


আমার বার্তা/এমই