বনভূমি উদ্ধারে পরিবেশ মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্স গঠন
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১১:০৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

আরও জোরদারে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন থেকে বৃহস্পতিবার (৮ মে) বিষয়টি জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের বন-১ অধিশাখার উপসচিব তুষার কুমার পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গত ২৮ এপ্রিল জারি হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, কার্বন শোষণ বৃদ্ধি এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে বনায়ন বৃদ্ধির স্বার্থে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ করে দখলকৃত বনভূমি উদ্ধার ও উচ্ছেদ কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে টাস্কফোর্স গঠন করা হলো।
জেলা প্রশাসককে প্রধান করে গঠিত বিশেষ এ টাস্কফোর্সে সদস্য হিসেবে থাকবেন যৌথ বাহিনী, পুলিশ সুপার, বিজিবি ও আনসারের সদস্যরা। ১০ সদস্য বিশিষ্ট এ টাসফোর্সে আরও থাকবেন গণপূর্ত ও বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী, ইউএনও, প্রেসক্লাবের সভাপতি ও সংশ্লিষ্ট বিভাগীয় বন কর্মকর্তা।
প্রজ্ঞাপন অনুযায়ী, জবরদলকৃত বনভূমি উদ্ধারের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন ও নিয়মিত সভা করবে নতুন গঠিত এ টাস্কফোর্স। পাশাপাশি দখলকৃত বনভূমি উদ্ধার ও উচ্ছেদ কার্যক্রম ত্বরান্বিত ও এ সংক্রান্ত সব ধরনের সহযোগিতা প্রদান করবে টাস্কফোর্সটি। এছাড়া, বনভূমি উদ্ধারের অগ্রগতি নিয়মিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে জমা দেবে টাস্কফোর্সটি।
কমিটি প্রয়োজনে যেকোনও সদস্য কো-অপ্টও করতে পারবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
আমার বার্তা/জেএইচ