ঢাকায় ভূমিকম্প

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৪ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪.২।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে ভূমিকম্প অনূভূত হয়। এর উৎপত্তিস্থল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজকি সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, এর আগে সর্বশেষ গত ১৪ আগস্ট রাত ৮টা ৫১ মিনিটে ঢাকাসহ আশপাশের এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। 

এবি/ জেডআর