পোশাকে ঈদের সঙ্গে থাকছে বৈশাখের ছোঁয়া
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ১৩:৫১ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক:

ঈদের আনন্দ শেষ হতে না হতেই আবার বৈশাখের প্রস্তুতি। এ যেন সোনায় সোহাগা। পহেলা বৈশাখ আসছে। ঈদের পোশাকের পাশাপাশি পহেলা বৈশাখের প্রস্তুতিও তো রাখা চাই। জাঁকজমকের মধ্য দিয়েই এবারের বৈশাখ উদযাপিত হবে। কিন্তু ভয়াবহ গরমে নাকাল হয়ে অনেকেই চিন্তায় রয়েছেন আরামদায়ক পোশাক কীভাবে হবে। ঘটা করে বর্ষবরণ পালনের ক্ষেত্রে কী ধরনের পোশাক ভালো হবে?
বাংলা নববর্ষের প্রথম দিনের উত্সবে শাড়ি কিংবা পাঞ্জাবিই বেছে নেন এদেশের অধিকাংশ মানুষ। অনেকে আবার সালোয়ার কামিজ কিংবা পশ্চিমা পোশাকও বেছে নেন। পহেলা বৈশাখের পোশাকে রঙের পাশাপাশি উঠে আসে বাঙালি ঐতিহ্যবাহী মোটিফ আর কারুকার্য। এসব পোশাকে বাঘের মুখাবয়ব, মাটির পুতুল, পেঁচা, পালকি, নাকে নথ ঘোমটা পরা বউয়ের মুখ, আলপনার ডিজাইন ইত্যাদি দেখাই যায়। ফ্যাশন ডিজাইনাররা এখন আবার ঐতিহ্যকে আধুনিকতার নাটে বারবার তুলে ধরার চেষ্টা চালান। বৈশাখের পোশাক ডিজাইনে তেমন ছাপ তো পাওয়া যাবেই। তারপরও আপনার ভাবনায় অন্যকিছুও থাকতে পারে, অবশ্যই ভাববেন কীভাবে আরাম ও স্বাচ্ছন্দ্য পোশাক বাছাই করা যায়। সেসব বিষয়ে কিছু ধারণা নেওয়া যাক—
প্রথমে পোশাক বাছাই করুন
শুধু লাল-সাদা নয় বরং বিভিন্ন রং যেমন—কমলা, মেরুন, সাদা, অফ হোয়াইট, সবুজসহ চকচকে পোশাক বাছাই করুন। রং আপনার মূল আকর্ষণ। যে পোশাকই কিনুন না কেন তা অবশ্যই যেন স্বস্তিদায়ক হয়। গরমে ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক বেছে নিন। যেহেতু এখন গরম তাই সুতির পোশাক বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
সুতি কাপড়ের বিকল্প নেই
গরমে সুতি কাপড়ের বিকল্প নেই। বাঙালিয়ানা সাজ ফুটিয়ে তুলতে সুতির শাড়ি পরতে পারেন। এছাড়া বৈশাখী সাজে সুতি শাড়ি ছাড়াও সিল্ক, মসলিন, জামদানি পরতে পারেন। তবে সবসময় চকচকে কিছু পেতে হবে এমন তো না। শাড়ি একেবারেই সাদামাটা হলে বাহারি নকশার ব্লাউজ রাখবেন। এখন ব্লক, বাটিক, গামছা চেকসহ বড় ফুলেল প্রিন্টের ব্লাউজ পাওয়া যায়।
রেডি শাড়িতেও সমস্যা নেই
এখন তো রেডি শাড়িও পাওয়া যায়। বাজারে গেলে বা ফ্যাশন হাউজে গিয়ে পছন্দের কোনো রেডি শাড়ি নিতে পারেন। এটার সুবিধা হলো—এক্ষেত্রে শাড়ি পরার ঝক্কি পোহাতে হবে না।
সালোয়ার কামিজও তো আছে
শাড়িতে আরামবোধ না করলে সালোয়ার-কামিজ, কুর্তি বা টপস পরতে পারেন। বর্তমানে স্কার্টও হাল ফ্যাশনে জায়গা করে নিয়েছে। পছন্দের রঙের স্কার্ট ও টপসও পরতে পারেন।
1
দম্পতিদের সুযোগ
এবার দম্পতিরাও আলাদা করে এই উত্সব নিয়ে ভাবতে পারেন। কাপল ড্রেস পরতে পারেন দম্পতিরা। পুরুষের পাঞ্জাবি আর নারীর শাড়ি ম্যাচিং করে বিক্রি হয় অনলাইনসহ বিভিন্ন ফ্যাশন হাউজে। চাইলে ম্যাচিং কাপল ড্রেসও পরতে পারেন বর্ষবরণে।
পুরুষ ও শিশুদের চিন্তা
পুরুষরা এদিন পাঞ্জাবি, টি-শার্ট, ফতুয়া, শার্ট ইত্যাদি পরতে পারেন। ফতুয়া পরলে গলায় বা মাথায় একটি গামছাও পরতে পারেন। পহেলা বৈশাখ উপলক্ষ্যে শিশুদের বাহারি পোশাক পরাতে পারেন।
এবার বৈশাখে আরাম নিয়েই আপনার ভাবনা থাকুক বেশি। আরাম না পেলে আর পরবেন কেন।
আমার বার্তা/জেএইচ