চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলায় এনবিআরের মামলা
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৬:১৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

অবৈধ পণ্য খালাসে বাধা দেওয়ায় চট্টগ্রাম কাস্টমস হাউসের দুই জন কর্মকর্তার ওপর দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ বিবৃতিতে এনবিআর উল্লেখ করেছে, সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে নিষিদ্ধ পণ্যের চোরাচালান, শুল্ক কর ফাঁকি এবং অসত্য ঘোষণার মাধ্যমে পণ্য আমদানি প্রতিহত করার পবিত্র দায়িত্বে নিয়োজিত রাজস্ব কর্মকর্তার ওপর অতীব ঘৃণ্য এ সন্ত্রাসী হামলার ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ড তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করে সৎ ও নিষ্ঠাবান রাজস্ব কর্মকর্তাদের সব প্রকারের নিরাপত্তা বিধানের অঙ্গীকার ব্যক্ত করছে। অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ করছে।
এনবিআর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে দপ্তরগামী পথে সিডিএ আবাসিক এলাকায় তিনজন মোটরসাইকেল আরোহী এআইআর শাখার রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা মো. বদরুল আরেফিন ভূইঁয়ার গাড়ির গতিরোধ করে চাপাতি নিয়ে আক্রমণের চেষ্টা চালায়। হামলাকারীরা গুলি করার হুমকিও দেয়। কর্মকর্তারা কৌশলে গাড়ি চালিয়ে স্থান ত্যাগ করেন।
এনবিআর বলছে, রাজস্ব ফাঁকি রোধে সাম্প্রতিক সময়ে কয়েকটি বড় নিবারক অভিযান পরিচালনার জেরে এ হামলা বলে ধারণা করা হচ্ছে। এসব অভিযানের মধ্যে রয়েছে— ১০ কোটি টাকার পপি সিড ও ঘন চিনি আটক, প্রায় ৩০ কোটি টাকার অবৈধ সিগারেটের চালান জব্দ এবং মিথ্যা ঘোষণায় আনা কসমেটিকস আটক।
এর আগেও এক কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার পর ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে।
আমার বার্তা/এল/এমই
