হাইকোর্টে ২১ বিচারপতি স্থায়ী পদে শপথ নিলেন

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৩:৫৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া ২১ বিচারপতি। আজ (বুধবার) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানের পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। আপিল ও হাইকোর্ট বিভাগের অন্যান্য বিচারপতিও উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল ২২ অতিরিক্ত হাইকোর্ট বিচারপতিকে স্থায়ী পদে নিয়োগ দেয় সরকার। এদের মধ্যে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন অসুস্থ থাকায় শপথ গ্রহণ করতে পারেননি।

অন্যদিকে, বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স ৪৫ পূর্ণ না হওয়ায় তাকে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হয়নি; পরবর্তীতে তাকে স্থায়ী করা হবে বলে জানানো হয়েছে।

২০২৪ সালের ৯ অক্টোবর সরকার হাইকোর্টে ২৩ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিল, যাদের মধ্যে দেবাশীষ রায় চৌধুরী ছিলেন।


আমার বার্তা/জেএইচ