অবমাননাকর মন্তব্য

সাবেক এমপি মেজবাহ উদ্দিনের বিচার চেয়ে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৭:৩৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

‘ওকালতি যারা করে তারা টাউট-বাটপার’— এমন অবমাননাকর ও ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যকারী সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা।

রোববার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে সাধারণ আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

বক্তব্যে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, মেজবাহ উদ্দিন ফরহাদের এ অশোভন ও মর্যাদাহানিকর মন্তব্য আইন পেশাকে হেয় করা এবং আইনজীবী সমাজকে অপমান করার শামিল। এর জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাইতেই হবে। অন্যথায় দেশের প্রতিটি আদালতে তার বিরুদ্ধে মামলা করা হবে এবং তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে। 

অন্যান্য আইনজীবীরা আইনপেশা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের দায়ে মেজবাহ উদ্দিন ফরহাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে আরো বক্তব্য রাখেন আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।

গত ৫ নভেম্বর বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুরে অনুষ্ঠিত একটি সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ আইনজীবীদের সম্পর্কে বলেন, ওকালতি যারা করে, তারা কিন্তু টাউট-বাটপার। তার এই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

ফরহাদের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সারা দেশের বিভিন্ন স্থানে আইনজীবী সমাজ রাস্তার নেমে বিক্ষোভ মিছিল করে এবং এরইমধ্যে বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।


আমার বার্তা/এমই