আওয়ামী লীগের বিচারের জন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ট্রাইব্যুনাল
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৪:০৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

জুলাই আগস্টে হত্যাযজ্ঞের আরও ১০টি মামলার তদন্ত শেষ পর্যায়ে। আর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের তারিখ পাওয়া যেতে পারে চলতি মাসের মাঝামাঝি সময়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বেশ কয়েকজন নেতার।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা।
জানা গেছে, জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৬৩ জনের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরইমধ্যে শেখ হাসিনার মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, যুক্তিতর্ক শেষ হতে কয়েক কার্যদিবস সময় লাগবে। এ মাসের দ্বিতীয় ভাগে পাওয়া যাবে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ। সাক্ষ্য প্রমাণে ৫টি অভিযোগ প্রমাণ হওয়ার দাবিও করা হয়।
আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে ওবায়দুল কাদেরসহ এক ডজন আওয়ামী লীগ নেতার। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সেক্রেটারি মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানেরসহ অন্তত ১০ মামলার।
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেয়া হবে কি না সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত পেলে তদন্ত শুরু করা বলে বলেও জানান গাজী এম এইচ তামিম।
আমার বার্তা/এল/এমই