আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-আতিক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

জুলাই গণঅভুত্থানকেন্দ্রীক রাজধানীর মিরপুর থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ জনকে।
মিরপুর থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
অন্য আসামিরা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও রাজধানীর কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মোল্যা। এদিন
এদিন সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলামের আবেদনের ওপর আসামিদের গ্রেফতার দেখানো শুনানি হয়। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী শুনানি করেন।
জুলাই গণঅভুত্থানের সময় গত বছরের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ এ আন্দোলনে অংশ নেন মাহফুজুর রহমান। এদিন বিকেলে আসামিদের ছোঁড়া গুলি মাহফুজুর রহমানের ডান কানের পাশে গুলি লেগে মাথার অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই মাহফুজুর রহমান মৃত্যুবরণ করেন।
আমার বার্তা/জেএইচ