বরিশালের হিজলা উপজেলায় তরুণীকে ধর্ষণ ও হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে ট্রাইব্যুনালের বিচারক মোহা. রকিবুল ইসলাম এ আদেশ দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডিত আসামিরা হলেন— কবীর আকন ও জব্বার বেপারি। এরা বরিশালের হিজলা উপজেলার পূর্ব কোরালিয়া গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোখলেচুর রহমান বাচ্চু জানান, ২০১৩ সালের ২৮ জুলাই হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামে খাদিজা নামের ওই তরুণীকে বাড়ি যাওয়ার পথে পাশের একটি বাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করে আসামিরা। ধর্ষণের পর তাকে হত্যা ও পরে লাশ গুম করতে খালের পানিতে ডুবিয়ে রাখা হয়।
এ ঘটনায় খাদিজার মামা মোক্তার হোসেন রাড়ী বাদী হয়ে থানায় মামলা করেন।
পুলিশ খাল থেকে তরুণীর লাশ উদ্ধার করে। ঘটনার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দেন। আদালত ১৮ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে সোমবার এ রায় দেন। ১২ বছর পর চাঞ্চলকর ধর্ষণ ও হত্যার ঘটনায় এ রায় দেওয়া হয়।
আমার বার্তা/এল/এমই