ম্যানহোলে পড়ে নারী মৃত্যু: আদালতের রুল জারি

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

খোলা ম্যানহোলের নালায় পড়ে ফারিয়া তাসনিম জ্যোতি নামে এক নারী মারা যাওয়ার ঘটনায় তার পরিবার এবং ২ সন্তানকে কেন ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না-এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
 
এছাড়াও দেশে কতগুলো অরক্ষিত ম্যানহোল, ড্রেন, সুয়ারেজ লাইন আছে তার একটা তালিকা আগামী ৩ মাসের মধ্যে সম্পন্ন করে যথাযথ কর্তৃপক্ষকে হাইকোর্টে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
 
রিট পিটিশনটি আগামী ১৭ ডিসেম্বর কমপ্লায়েন্স এর শুনানির জন্য ধার্য করেছেন।
 
প্রসঙ্গত: গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলের নালায় পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম ওরফে জ্যোতির (৩২) মরদেহ উদ্ধার করা হয়। রোববার (২৭ জুলাই) রাতে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি খোলা নালায় পড়ে নিখোঁজ হন জ্যোতি। ঘটনাস্থলের ওই ড্রেনের পানি গিয়ে পড়ে শালিকচূড়া বিলে। ২৯ জুলাই সকাল ৯টার দিকে শালিকচূড়া বিল থেকেই তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও গাজীপুর সিটি করপোরেশনের কর্মীরা।
  

আমার বার্তা/এল/এমই