সিসা বারে হত্যার চার আসামির ৩ দিনের রিমান্ড

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৬:৪৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে এক সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেফতার চার আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত রিমান্ড মঞ্জুর করেন।
 
আসামিরা হলেন- মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) এবং আরাফাত ইসলাম ফাহিম (২৭)।
 
এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ শেখ প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন। পরে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ আসামিদের জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে বনানীর এক সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আমার বার্তা/এল/এমই