আশুলিয়ায় মামুন হত্যা: সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফিসহ ২ জন রিমান্ডে
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১২:০৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়া থানাধীন এলাকায় বিএনপি কর্মী মামুন খন্দকার হত্যা মামলায় ধানমন্ডি জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ হিল কাফি ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান আসামিদের প্রত্যেককে ২দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।
আসামিদের পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, ভিকটিম মামুন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়া বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন। ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট সাভারের এনাম মেডিকেলে মারা যান।
ওই ঘটনায় গত বছরের ২২ আগস্ট ভিকটিমের স্ত্রী ঢাকার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
গত বছরের ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আব্দুল্লাহ হিল কাফিকে আটক করা হয়। এরপর গত ৪ আগস্ট হাজারীবাগে অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় কাফির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
আমার বার্তা/জেএইচ